সরস্বতী পূজো উপলক্ষে গন হাতে খড়ি শহরে - Songoti

সরস্বতী পূজো উপলক্ষে গন হাতে খড়ি শহরে

Share This

গোপাল দেবনাথ, কলকাতাঃ গন বিবাহের নাম শুনেছেন, গন হাতে খড়ি'র নাম কি শুনেছেন কখনো? আজ্ঞে হ্যাঁ মুমুসো স্টোর, শব্দবাজি ও গলফ গ্রীন শারদোৎসব কমিটি'র সহযোগীতায় আগামী ৯ই ফেব্রুয়ারী সরস্বতী পূজোর প্রাক মূহুর্তে বিকেল ৪ টে থেকে ৭ টা পর্যন্ত সমাজের বিশিষ্ট


 মানুষের হাত ধরেই প্রায় ২৫০ জন শিশুকে গলফ গ্রীন শারদোৎসব কমিটি'র মাঠে হাতে খড়ি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মুমুসো স্টোরে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এই বিষয় স্পষ্ট করে জানান মুমুসো স্টোরের ম্যানেজিং ডিরেক্টর রৌনক আগরওয়াল, মাকেটিং হেড অনির্বান কুন্ডু, শব্দবাজী'র পক্ষে আর. জে রায়, গলফ গ্রীন শারদোৎসব কমিটি'র পক্ষে শান্তনু ঘোষ, ও সুদীপ বোস, এছাড়া উপস্থিত ছিলেন অভিনব আগরওয়াল। সংস্থার পক্ষ থেকে জানা যায় একটি করে উপহার তুলে দেওয়া হবে। এই পবিত্র মূহুর্তকে স্মরনীয় করে রাখতে জাদুকর পি.সি. সরকার, ব্রততী বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই হাতে খড়ি দেবেন শিশুদের। হাতে খড়ি উৎসবে শিশুদের নাম রেজিষ্ট্রেশন করার জন্য সরাসরি  ৯৮৭৪৯৭৬০০৭ ফোন নং - এ যোগাযোগ করা যাবে ।। 

No comments:

Post a Comment