আড্ডা এবং.... - এর সাহিত্য সম্মেলন সন্ধ্যা'র ক্যানভাসে - Songoti

আড্ডা এবং.... - এর সাহিত্য সম্মেলন সন্ধ্যা'র ক্যানভাসে

Share This

দেবস্মিতা ভট্টাচার্য, কলকাতাঃ আজকাল সোশ্যাল মিডিয়া করেন না এমন কেউ আছেন নাকি! কাজ ও ব্যস্ততা'র ভীড়ে যখন কবিতা লেখা'র বা পড়ার সময় হয় না, তখনই বাংলা সাহিত্য প্রেমীগন স্মার্ট ফোনকে আধার করে সোশ্যাল মিডিয়াতেই বাধ্য হয়েই ব্রতী হন লিখতে এবং পড়তে। এমনই এক সোশ্যাল মিডিয়া গ্রুপ "আড্ডা এবং...."। বাংলা সাহিত্যকে তুলে ধরার প্রয়াস গ্রুপের অ্যাডমিন বাচিক শিল্পী শর্মিষ্ঠা পাল। সম্প্রতি স্টার থিয়েটারের অ্যাম্ফিথিয়েটার অর্থাৎ নটী বিনোদিনী অ্যাম্ফিথিয়েটারে "আড্ডা এবং...." এর পরিকল্পনায় সন্ধ্যা'র ক্যানভাসে কিছু উচ্চারন নামক এক সাহিত্য সম্মেলনের আয়োজন করা হয়। সমস্ত অনুষ্ঠানটি শর্মিষ্ঠা পালের মস্তিষ্ক প্রসূত। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন দেবাশীষ মল্লিক চৌধুরী, শ্যামল মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব রায়, অমিত চক্রবর্তী, সঞ্জিতা সহ কিছু তরুন লেখক ও লেখিকা।



No comments:

Post a Comment