পুলওয়ামা কান্ডের দুই পান্ডা খতম - Songoti

পুলওয়ামা কান্ডের দুই পান্ডা খতম

Share This


বার্তা প্রতিবেদন, কলকাতাঃ ভারতীয় সেনার এক বড়সড় সাফল্য। টিপ অফ পাওয়ার অপেরাশনের মাধ্যমে আক্রমন করা হয় ভারতে থাকা পাক জঙ্গীর ডেরায়। পুলওয়ামা কান্ডের মূল মাথা রশিদ গাজী ও কামরান কে খতম করা হয়। তবে এই অপেরাশনের সময় মেজর সহ ভারতীয় সেনার আরও ৩ জন জাওয়ান শহিদ হয়েছেন, ১ জন জাওয়ান আহত এবং ১ জন সাধারন নিহত।।

No comments:

Post a Comment