আয়রন লেডি'র অনশন পরবর্তী জীবন নিয়ে ইন্দ্রনীল সরকারের তথ্যচিত্র দ্যা টার্নিং পয়েন্ট - Songoti

আয়রন লেডি'র অনশন পরবর্তী জীবন নিয়ে ইন্দ্রনীল সরকারের তথ্যচিত্র দ্যা টার্নিং পয়েন্ট

Share This

পায়েল পাল, কলকাতাঃ ১৯৫৮- এর দ্যা আর্মড ফোর্সেস (স্পেশাল পাওয়ার) অ্যাক্টের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। মনে আছে কী আমাদের তাঁকে মনিপুরের সেই লৌহ মানবী'র কথা, যিনি দীর্ঘ ১৬ বছর উপবাস রেখে মনিপুরের অপ্রত্যাশিত রাজনৈতিক আগল খুলেছিলেন নিজেরই নেতৃত্বে ? হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা বলছি ইরম শর্মিলা চানু'রই কথা। আপনারা কী জানেন অনশন পরবর্তী শর্মিলা চানু'র জীবন কি ধরনের ছিল? আয়রন লেডি কীভাবে বাস্তব জীবনে ফিরেছেন? সম্প্রতি তথ্যচিত্রটির প্রযোজক 


যসপ্রীত কৌর ও পরিচালক ইন্দ্রনীল সরকারের পরিচালনায় দ্যা টার্নিং পয়েন্ট তৈরী হয়েছে শর্মিলা চানু'র অনশন পরবর্তী জীবন নিয়ে কীভাবে রাজনৈতিক টানা পোড়েন থেকে বাস্তব জীবনে তিনি ফিরেছেন তা নিয়ে। দ্যা টার্নিং পয়েন্ট - তথ্যচিত্রের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে শহরে উপস্থিত ছিলেন ইরম শর্মিলা চানু, সঙ্গে ছিলেন স্বামী ডেসমন্ড কোটিহোও ও প্রযোজক যসপ্রীত কৌর, পরিচালক ইন্দ্রনীল সরকার ।।

চিত্র সৌজন্যঃ বিনয় সেন

No comments:

Post a Comment