শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৯ - Songoti

শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৯

Share This
চুক্তিপত্র সই মূহুর্ত


নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ মোট ২৩ লক্ষ পাঠক - পাঠিকা'র সমাবেশে ২২ কোটি টাকা'র আয়ে শেষ হল আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০১৯। একই দিনে বুক সেলার গিল্ড থেকে ঘোষনা করা হয় আগামী বছরের ফোকাল থিম রাশিয়া। ২০১৯ - এর অন্তিম পর্বে একই মঞ্চে রাশিয়া'র সাথে চুক্তিবদ্ধ হয় বুক পাবলিসার্স গিল্ড । অন্তিম পর্বের অনুষ্ঠানের শেষে গুয়াতেমালা'র অ্যাম্বেসেডর তাঁর অনুভূতি ভাগ করলেন আমাদের সাথে।। 

No comments:

Post a Comment