আন্তর্জাতিক কবিতা উৎসবে অংশগ্রহন করল সোনাই - Songoti

আন্তর্জাতিক কবিতা উৎসবে অংশগ্রহন করল সোনাই

Share This
দেবস্মিতা ভট্টাচার্য, কলকাতাঃ যুগ সাগ্নিক, জনস্বার্থ বার্তা, শ্রমন ও পূর্ব - পশ্চিম পরিচালনায় সম্প্রতি শহরে পালিত হয়েছিল আন্তর্জাতিক কবিতা উৎসব যত দূর বাংলা ভাষা। কবিতা - গান - গল্প কেবল পাঠ করেছেন আর্ন্তদেশীয় বর্হিদেশীয় কবি সাহিত্যিকরা তা নয়।  ছিল শ্রাবনী পাত্রের "সোনাই" নামক শিশু বিকাশ কেন্দ্রের বারোটি পথ শিশুদের স্ব - রচিত কবিতা পাঠ ও গান। শ্রাবনী পাত্র, এন. আর. এস. হসপিটালে নিউরোলজি বিভাগের সিস্টার - ইন - চার্জ। কাজের বাইরে নিজের অন্য জগতকে সাজিয়ে নিতে খিদিরপুর অঞ্চলের বারোটি পথ শিশুর সমন্বয়ে "সোনাই" নামক শিশু বিকাশ কেন্দ্র এক প্রকার নিজের হাতেই গড়ে তুলেছেন শ্রাবনী। পথ শিশুদের পড়াশুনো, আঁকা নাচ - গান প্রভৃতির শিক্ষায় শিক্ষিত করে তুলছেন তিনি। খিদিরপুরের দ্বিতীয় হুগলি সেতু ব্রিজে'র নীচে একটি ছোট্টো দরমা দেওয়া ঘরই "সোনাই"এর প্রান কেন্দ্র। সোনাইয়ের ছোট্টো প্রানগুলির প্রতিভাকে সর্বসাধারনের কাছে তুলে ধরার সুযোগ করে দেবার জন্য কবিতা উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।।

No comments:

Post a Comment