পরিবেশ সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় কোলকাতায় জয়ী স্কুল ডি পিএস রুবি পার্ক - Songoti

পরিবেশ সম্পর্কিত কুইজ প্রতিযোগিতায় কোলকাতায় জয়ী স্কুল ডি পিএস রুবি পার্ক

Share This

বার্তা প্রতিবেদন, কলকাতাঃ কোলকাতা আনন্দপুরের দ্যা হেরিটেজ স্কুলে শনিবার রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস, ইন্টারেক্ট ক্লাব অফ এডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং সেভাস ম্যাগাজিনের একত্র সহযোগে আয়োজিত হল স্কুল ভিত্তিক প্রকৃতি তথা পরিবেশ সম্পর্কিত কুইজ প্রতিযোগিতা। টানা হাড্ডাহাড্ডি লড়াইয়ে কোলকাতায় জয়ী স্কুল ডি পিএস রুবি পার্ক, দ্বিতীয় স্থানে দ্যা হেরিটেজ স্কুল,তৃতীয় স্থান অধিকার করে যুগ্ম স্কুল যথাক্রমে এমপি বিড়লা এবং বিড়লা হাই স্কুল। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী মেঘনা হালদার, রোটারি ডিজি আরটিএন মুুকুল সিনহা, আরটিএন শরদ খাটোর (প্রেসিডেন্ট -রোটারি ক্লাব অফ ক্যালকাটা ইউভিস) এবং আই পি ডিজি ব্রজগোপাল কুন্ডু সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ। এ বছর এটি চতুর্থতম সংস্করণ।

এইবার পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করে ৪১টি বিশিষ্ট স্কুলের ১২৩জন ছাত্রছাত্রী। এদিন অভিনেত্রী মেঘনা হালদার জানান, এটা খুব ভালো উদ্যোগ। আজকাল টিচারদের  সাপোর্টের জন্য বাচ্চারা এত ট্যালেন্টেড হচ্ছে।ভালোই লাগছে এটা ভাবতে ওদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ছে। আপনাদের জানিয়ে রাখি বিগত কয়েক বছর ধরে এই বার্ষিক কুইজ প্রতিযোগিতা ভারতের ৪০টি শহরে অনুষ্ঠিত হয়ে চলেছে। ৮ই ফেব্রুয়ারি মুম্বাইয়ে ফাইনালে  কোলকাতাকে প্রতিনিধিত্ব করবে জয়ী স্কুল ডি পি এস রুবি পার্ক।।

No comments:

Post a Comment