পথ নাটকের মাধ্যমে মালদহে AIDS সচেতনতার প্রচার - Songoti

পথ নাটকের মাধ্যমে মালদহে AIDS সচেতনতার প্রচার

Share This
দেবাশিস ঘোষ , চাঁচল : সচেতনতাই AIDS –র একমাত্র প্রতিকার। জনমানসে সচেতনতার বার্তা পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা। কেন্দ্রের পক্ষ থেকেও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচী নেওয়া হয়েছে । জাতীয় এইডস্ নিয়ন্ত্রক সংস্থাও (NACO) প্রচারাভিযানে বিশেষ গুরুত্ব দিচ্ছে।। 

সরকারি নির্দেশে গ্রামেগঞ্জের মানুষের কাছে AIDS নিয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে " Institute Of Factual Theatre Arts " -র নাট্য শিল্পীরা প্রচার চালাচ্ছেন। মালদহ জেলার  রতুয়া -২, হরিশ্চন্দ্রপুর -১, কালিয়াচক-৩ ব্লকে ওই দলের নাট্য শিল্পীরা পথনাটকের মাধ্যমে মানুষকে AIDS নামক মারণ ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করছেন। কিভাবে ওই রোগের ভাইরাস ছড়ায় সেই বিষয়েও গ্রামগঞ্জের মানুষের কাছে তাঁরা তথ্য পৌঁছে দিচ্ছেন।পাশাপাশি , ওই রোগে আক্রান্ত কোন ব্যক্তি যেন রোষের শিকার না হন সেই বিষয়েও মানুষকে সচেতন করছেন নাট্যশিল্পীরা।।                
জানা গেছে , আগামী ১৩ ই ডিসেম্বর পর্যন্ত মালদহের ওই ব্লকগুলিতে প্রচার অভিযান চলবে। কোলকাতার ওই নাট্য সংস্থার ৪ তরুণ নাট্যকর্মী শৌর্য  মাদ্রাজি  , শ্যাম মল্লিক, সৌরভ পাল ও অয়নদীপ দত্ত সরকারি নির্দেশে পথনাটিকার মাধ্যমে রোগটি সম্পর্কে মানুষকে সচেতন করছেন।
দলের অন্যতম সদস্য শৌর্য মাদ্রাজি জানালেন ,'' সরকারি নির্দেশে মালদহে তিনটি ব্লকে পথনাটকের মাধ্যমে মানুষকে এডস্ সম্পর্কে সচেতন করা হচ্ছে। কিভাবে ওই রোগের ভাইরাস ছড়ায় এবং ওই রোগে কোন  মানুষ আক্রান্ত হলে যেন রোষের শিকার না হয় সেই বিষয়েও সকলকে সচেতন করা হচ্ছে । রতুয়া  - ২ ব্লকের শ্রীপুর এলাকার দুটি স্থানে শনিবার আমরা এডস্ বিষয়ে সচেতনতামূলক পথনাটক করেছি । রবিবার হরিশ্চন্দ্রপুর -১ ব্লকেও পথনাটকের মাধ্যমে ওই রোগটি সম্পর্কে সচেতনতামূলক প্রচার চালানো হয়।মানুষকে সচেতন করাই আমাদের  মূল উদ্দেশ্য।।"

No comments:

Post a Comment