ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতাঃ আজ স্বাড়ম্বরে পালিত হল দমদম ক্যান্টনমেন্ট এর খ্রীস্টিয় সমাজ ও ওএইচডি স্টুডিও পরিচালিত সুবিশাল খ্রীস্টমাস র্যালি। এতদাঞ্চলের সকল সম্প্রদায়ের অগণিত মানুষ এবং দমদম এলাকার বেশ কয়েকটি চার্চ মন্ডলীর সকল খ্রীস্ট বিশ্বাসীদের সহ খুঁদে কচিকাঁচা ও সান্টাক্লজকে নিয়ে এই র্যালি শুরু হয় দমদম ক্যান্টনমেন্ট এর ২নং প্যাল্টফর্ম সংলগ্ন ওএইচডি স্টুডিও এর সামনে থেকে। দমদমের পার্শ্ববর্তী কিছু এলাকা সহ গোটা ক্যান্টনমেন্ট ঘুরে গোরাবাজার, দূর্গানগর হয়ে আবার ওএইচডি স্টুডিও এর সামনে সমাপ্তি ঘটে শোভাযাত্রা সহকারে এই বর্ণাঢ্য র্যালির। এই সমগ্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলে খ্রীষ্টিয় সমাজের মাথা এবং ওএইচডি স্টুডিও এর কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী অভিনয় অভিজিৎ মন্ডল (সকলের প্রিয় অলি দা)।।
ইন্দ্রানী সেনগুপ্ত, কলকাতাঃ আজ স্বাড়ম্বরে পালিত হল দমদম ক্যান্টনমেন্ট এর খ্রীস্টিয় সমাজ ও ওএইচডি স্টুডিও পরিচালিত সুবিশাল খ্রীস্টমাস র্যালি। এতদাঞ্চলের সকল সম্প্রদায়ের অগণিত মানুষ এবং দমদম এলাকার বেশ কয়েকটি চার্চ মন্ডলীর সকল খ্রীস্ট বিশ্বাসীদের সহ খুঁদে কচিকাঁচা ও সান্টাক্লজকে নিয়ে এই র্যালি শুরু হয় দমদম ক্যান্টনমেন্ট এর ২নং প্যাল্টফর্ম সংলগ্ন ওএইচডি স্টুডিও এর সামনে থেকে। দমদমের পার্শ্ববর্তী কিছু এলাকা সহ গোটা ক্যান্টনমেন্ট ঘুরে গোরাবাজার, দূর্গানগর হয়ে আবার ওএইচডি স্টুডিও এর সামনে সমাপ্তি ঘটে শোভাযাত্রা সহকারে এই বর্ণাঢ্য র্যালির। এই সমগ্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা হলে খ্রীষ্টিয় সমাজের মাথা এবং ওএইচডি স্টুডিও এর কর্ণধার ও বিশিষ্ট সমাজসেবী অভিনয় অভিজিৎ মন্ডল (সকলের প্রিয় অলি দা)।।
No comments:
Post a Comment