![]() |
চিত্রঃ গোপাল দেবনাথ |
দেবস্মিতা ভট্টাচার্য, কলকাতা ঃ দাঁত, মনুষ্য চেহারার এক অনন্য সম্পদ। কাজেই দাঁতের গঠন, পরিচর্যা ঠিক হওয়াটা খুবই জরুরী। দীর্ঘ ৬ বছর উত্তর কলকাতায় সফলতা লাভের পর এবং বহু অ্যাওয়ার্ড থলিতে রেখে দক্ষিন কলকাতা'র বালিগঞ্জে উদ্বোধন হল কলকাতা'র এক অভিনব মাল্টি স্পেশালিটি ডেন্টাল ক্লিনিক "টিথ কেয়ার"। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জী।।
No comments:
Post a Comment