দেবাশিস ঘোষ , চাঁচল : প্রশাসন ও চাঁচল মহকুমা প্রেস ক্লাবের উদ্যোগে শারদ সম্মান জ্ঞাপণ উৎসব - ২০১৮ চাঁচলের মহকুমা প্রশাসনের ময়দানে সোমবার অনুষ্ঠিত হল। এদিন সন্ধ্যায় ওই ময়দানে প্রশাসনিক মঞ্চে শারদোৎসবের আয়োজক চাঁচলের ৫টি পুজো কমিটিকে সম্বর্ধনা জ্ঞাপণের পাশাপাশি
পুরস্কৃত করা হয়। নৃত্যানুষ্ঠান ও গিটার বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উৎসব মঞ্চে মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। জানা গেছে মণ্ডপ , আলোক সজ্জা , প্রতিমা ও সামাজিক বার্তা বিভাগে উৎকর্ষতা প্রদর্শনের নিরিখে আয়োজক পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি দুই মৃৎশিল্পী ভবসিন্ধু পাল ও তপন পালকে সম্বর্ধনা জানান হয়। তাঁদের পুরস্কৃত করা হয়েছে। আলোক , মণ্ডপ সজ্জার সঙ্গে যুক্ত শিল্পীদেরও হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। চাঁচলের ট্রাফিক ওসি সুলতা রায় পালকে ওই মঞ্চে সম্বর্ধনা জানান। তাঁকেও পুরস্কৃত করা হয়, সিভিক ভলান্টিয়ারের দুই কর্মী গৌর দাস ও মাবুদ মণ্ডলকে সম্বর্ধনা জানান হয়। তাঁদেরও পুরস্কৃত করা হয়। পুরস্কারের পাশাপাশি সকলের হাতে মিষ্টির হাঁড়ি তুলে দেওয়া হয়। উৎসবে আমন্ত্রিত মালদহ প্রেস ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের সভাপতি সৌম্য দে সরকার , সম্পাদক রণজিৎ দাস সহ সদস্য রাজীব ঘোষ ও উত্তম বিশ্বাসকে এদিন ওই মঞ্চে সম্বর্ধনা জানান হয়। মঞ্চে ছিলেন চাঁচলের এসডিও সব্যসাচী রায় , এসডিপিও সজলকান্তি বিশ্বাস , চাঁচল থানার আইসি সুকুমার মিশ্র , মালদহ জেলা পরিষদের দুই সদস্য রফিকুল হোসেন ও সামিউল ইসলাম , চাঁচল - ১ ও ২ ব্লকের জন প্রতিনিধি সহ বিশিষ্টজনেরা।
No comments:
Post a Comment