বার্তা প্রতিবেদন, পলতাঃ শিশির কুমার বাইনের বাড়ী তে বিকাল ৫টায় সাহিত্য দর্পণ পত্রিকার ২৫ তম বর্ষের শারদীয়া সংখ্যা প্রকাশ সহ একটি মনোজ্ঞ সহিত্যানুষ্ঠান হয়ে গেলো। সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি
হিসেবে উপস্হিত ছিলেন বাদল বিশ্বাস অরুন দত্ত ভবতোষ গায়েন। সম্পাদক ডাঃ তারক মজুমদার এর সংক্ষিপ্ত ভাষন ছিল অমূল্য। স্বরচিত কবিতা পাঠের শেষে উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন আনন্দ চন্দ্র মন্ডল প্রতিমা রায় সুকান্ত সরকার আত্রেয়ী চক্রবর্তী চন্দনা দে সরকার শিশির বাইন সন্ধ্যা ধাড়া সহ প্রমুখ।।
হিসেবে উপস্হিত ছিলেন বাদল বিশ্বাস অরুন দত্ত ভবতোষ গায়েন। সম্পাদক ডাঃ তারক মজুমদার এর সংক্ষিপ্ত ভাষন ছিল অমূল্য। স্বরচিত কবিতা পাঠের শেষে উল্লেখযোগ্য কবিদের মধ্যে ছিলেন আনন্দ চন্দ্র মন্ডল প্রতিমা রায় সুকান্ত সরকার আত্রেয়ী চক্রবর্তী চন্দনা দে সরকার শিশির বাইন সন্ধ্যা ধাড়া সহ প্রমুখ।।
No comments:
Post a Comment