শারদীয়া উৎসবে চাঁচলে ট্রাফিক গাইড - Songoti

শারদীয়া উৎসবে চাঁচলে ট্রাফিক গাইড

Share This
 দেবাশিস ঘোষ , চাঁচল : প্রশাসনের উদ্যোগে ও চাঁচল মহকুমা প্রেস ক্লাবের সহযোগিতায় শারদীয়া উৎসব উপলক্ষে প্রকাশিত হল চাঁচলের ট্রাফিক গাইড ম্যাপ ও চাইল্ড কার্ড ২০১৮। শনিবার বিকেলে চাঁচল -১ ব্লকের এমএনএন আরজিএস ভবনে চাঁচলের পুজোর ওই  ট্রাফিক গাইড ম্যাপ ও চাইল্ড কার্ডের উদ্বোধন করেন মালদহ জেলার পুলিশ
সুপার অর্ণব ঘোষ। জানা গেছে , পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের সুবিধার্থে যানজট এড়াতে ও শৃংখলা বজায় রাখতে  প্রশাসন , চাঁচল থানার পুলিশের উদ্যোগে ও চাঁচল মহকুমা প্রেস ক্লাবের সহযোগিতায় ওই গাইড ম্যাপ ও চাইল্ড কার্ড প্রকাশ করা হয়েছে। কোন পথে কখন থেকে নো এনট্রি রয়েছে , কোন পুজো মণ্ডপে কোন পথ দিয়ে যেতে হবে , কোনও সমস্যায় পড়লে কোথায় জানাতে হবে তাও রয়েছে গাইড ম্যাপে। চাঁচলের মহকুমা শাসক সব্যসাচী রায় , এসডিপিও সজলকান্তি বিশ্বাস , চাঁচল -১ ব্লকের বিডিও দুর্গা প্রসাদ শর্মা , চাঁচল থানার আইসি সুকুমার মিশ্র , পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিক , চাঁচল -১ ও ২ ব্লকের জন প্রতিনিধি , চাঁচল মহকুমা প্রেস ক্লাবের সদস্যরা সহ বিশিষ্টজনেরা এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গিটার বাদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্ণব ঘোষকে সহ বিশিষ্টজনদের এদিন পুষ্প স্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন চাঁচলের এসডিপিও সজলকান্তি বিশ্বাস।।

No comments:

Post a Comment