সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ নতুন ভাবে বানিজ্যিকিকরনের পথে হাঁটল ইষ্টবেঙ্গল। ইষ্টবেঙ্গলের মালিকানা বেসরকারি সংস্থার হাতে তুলে দিলেন ক্লাব কর্তারা। বৃহস্পতিবার দুপক্ষের এক বৈঠকের পর ঠিক হয় কোয়েশ কর্পোরেশন লিমিটেড নামক এক বানিজ্যিক সংস্হার কাছে থাকবে ইষ্টবেঙ্গলের ৭০ শতাংশ শেয়ার। ইউবি গ্রুপ সরে যাওয়ার পর আর্থিক মন্দা দেখা দিয়েছিল ইষ্টবেঙ্গলে,
বিনায়োগকারীদের হাত ধরে সেই সমস্যা মিটতে চলেছে গঙ্গাপারের ক্লাবে। এদিন চুক্তির পর ইষ্টবেঙ্গলের নতুন নাম হল কোয়েস ইষ্টবেঙ্গল ক্লাব। এদিন অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ক্লাবের পক্ষ থেকে সচিব কল্যান মজুমদার,প্রনব দাশগুপ্ত, দেবব্রত সরকার,বানিজ্যিক সংস্হার কর্ণধার অজিত আইজ্যাক। বৈঠকের পর আজ অনুষ্ঠনে দুপক্ষের মধ্যে চুক্তি সাক্ষরিত হয়। তবে সংস্হাটি কতদিনের জন্য ঠিক কত টাকা বিনিয়োগ করবে তা স্পষ্ট করে বলতে পারেননি কর্তারা। যদিও আজ ক্লাবের তরফে জানানো হয় এটা একটা ঐতিহাসিক দিন। ইউবি গ্রুপ স্পনসরসিপ ছেড়ে দেওয়ার পর ক্লাব চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছিল। সেই সংকট কাটিয়ে ওঠার একটা উজ্জল পথ মিলেছে। এদিন দেবব্রত সরকার জানান অধিকাংশ সত্ব বেসরকারী সংস্হাটির হাতে থাকলেও ফুটবল পরিচালনা ও ক্লাব সংক্রান্ত সিদ্ধান্ত দু পক্ষেরহাতে থাকবে। জানান, চুক্তির পর ইষ্টবেঙ্গলের জন্য স্পনসর খুঁজতে ঝাঁপাবে দুপক্ষ। ক্লাব কর্তাদের দাবি ভারতীয় ফুটবলে এই ধরনের চুক্তি এই প্রথম। ভারতীয় ফুটবলে স্পনসর শিপ এলেও এর আগে বানিজ্যিক ভাবে সরাসারি বিনিয়োগ করেনি।
No comments:
Post a Comment