আর্কিটেক্ট চার্লস কোরের স্মরনে তৃতীয় বর্ষে চার্লস কোরে স্মারক বক্তৃতা - Songoti

আর্কিটেক্ট চার্লস কোরের স্মরনে তৃতীয় বর্ষে চার্লস কোরে স্মারক বক্তৃতা

Share This
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ তিনি একজন শিল্প,স্হাপত্য ও ভাস্কর্য শিল্পী। দেশের বিভিন্ন প্রান্তে তার অসাধারণ শিল্পকলা সাজানো রয়ছে। শুধু দেশ নয় বিশ্বের বিভিন্ন শহরে তার স্হাপত্য নজরকাড়া। দীর্ঘদিন সুনামের সাথে বিভিন্ন রুপের বৈচিত্র্যের শিল্পকলা উপহার দিয়েছেন তিনি হলেন আর্কিটেক্ট চার্লস কোরে। গত ৩ জুলাই অম্বুজা নেওটিয়া গ্রুপ এবং আর্কিটেক্ট ফ্রিটারনিটি অফ কলকাতার যৌথ 

উদ্যোগে আয়োজিত হল চার্লস কোরে বার্ষিক মেমোরিয়াল বক্তৃতা। এদিন অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন শিল্পপতি হর্ষ নেওটিয়া ও মধু নেওটিয়া, বাংলাদেশের আর্কিটেক্ট কাশেফ চৌধুরি,মুম্বাই এর আর্কিটেক্ট উদয় এস যোশি সহ বিশিষ্টরা। মিঃ কোরের কর্মজীবনে শিল্পকলার কৃতিত্বে  ১৯৭২ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০৬ পদ্মবিভূষন সম্মান অর্জন করেন। স্মারক বক্তৃতার বিষয়ে উপস্হিত বক্তারা তার কর্মকান্ড ও শিল্পকলা তুলে ধরেন।।

No comments:

Post a Comment