মিস ইউনিভার্স ইন্ডিয়া'র অডিশন কলকাতায় - Songoti

মিস ইউনিভার্স ইন্ডিয়া'র অডিশন কলকাতায়

Share This


পায়েল পাল, কলকাতা ঃ নতুন বর্ষ চালু হতে চলেছে ইয়ামাহা ফাসিসিনো মিস ডিভা, মিস ইউনিভার্স ইন্ডিয়া'র। যেখানে বিজয়ী দেশব্যপী মিস ইউনিভার্সে প্রতিনিধিত্ব করবে। ২০১৮ সালে'র ইয়ামাহা ফাসিসিনো মিস ডিভা, মিস ইউনিভার্স ইন্ডিয়া'র ১৫ই জুলাই কলকাতা অডিশন দি পার্ক হোটেলে অনুষ্ঠিত হবে।সম্পূর্ন অনুষ্ঠানটি'র পরিচালনায় থাকবেন লারা দত্ত। লারা দত্ত হলেন বলিউডের এক নামী প্রোযোজক ২০১০ বিগ ডেডি প্রোডাকশন্স নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। ১০ টি'র ও অধিক সিনেমা বলিউডে প্রযোজনা করেছে তাঁর প্রযোজনা সংস্থা।। 

No comments:

Post a Comment