আমাজন পশ্চিমবঙ্গে তৃতীয় ফুলফিলমেন্ট সেন্টার নিয়ে এল - Songoti

আমাজন পশ্চিমবঙ্গে তৃতীয় ফুলফিলমেন্ট সেন্টার নিয়ে এল

Share This
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ পশ্চিমবঙ্গের গ্রাহকদের বেড়ে চলা চাহিদার ফলে আমাজন ক্রমাগত ফুলফিলমেন্ট নেটওয়ার্কে জোর দিচ্ছে। প্রাইম ডে ২০১৮ আগে আমাজন ইন্ডিয়া তার তৃতীয় ফুলফিলমেন্ট সেন্টারের উদঘাটন করল। এই নতুন এফসিটি কলকাতা তে ১৪ হাজার স্কোয়ার ফিট এবং এর স্টোরেজ ক্ষমতা ৬০ হাজার কিউবিকের অধীক। চলতি বর্ষের শেষে আমাজন ইন্ডিয়া সম্পূর্ণ 
৬৭টি ফুলফিলমেন্ট সেন্টার দেশের ১৩টি রাজ্যে উপলব্ধ হবে। এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে সংস্হার ভাইস প্রেসিডেন্ট অখিল সাক্সেনা ও ডায়রেক্টর এবং হেড অক্ষয় শাহি ঘোষনা করেন আগামী ১৬ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রাইম ডে আগে স্টোরেজ ক্ষমতা কে বাড়িয়ে ১ লক্ষ কিউবিকের বেশী করা হল। রাজ্যে ৩টি এফসির ফলে রাজ্যের ৮৫০০ এর বেশী গ্রাহকদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। রাজ্যে ৩টি সেন্টার হল ডানকুনি, শ্রীরামপুর,বারাসত। মিঃ সাক্সেনা বলেন, ভারতে যেভাবে কেনাকাটা করা হয় তা বদলানোর জন্য আমরা ক্রমাগত পরিকাঠামো এবং বিতরন নেটওয়ার্কের ওপর নিবেশ করছি যাতে গ্রাহক ও বিক্রেতা দুজনে সঠিক পরিমাপ পান। রাজ্যে এই তৃতীয় এফসি উদঘাটন  এর ফলে গ্রাহকদের এক বা দুদিনের ডেলিভারি আরো সঠিক হবে। মিঃ শাহি বলেন, রাজ্যে প্রাইমের সদস্য সংখ্যা ক্রমাগত বেড়ে চলছে এবং এই এফসির উদঘাটন  এর ফলে বিশেষ বিশেষ জিনিস দ্রুত ডেলিভারি সম্ভব।

No comments:

Post a Comment