কর্মসংস্থানের লক্ষ্যে অম্বুজার উদ্যোগে স্কিল ডেভলপমেন্ট - Songoti

কর্মসংস্থানের লক্ষ্যে অম্বুজার উদ্যোগে স্কিল ডেভলপমেন্ট

Share This

সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ দেশে কর্মসংস্থানের লক্ষ্যে কেন্দ্র সরকার এর গ্রামীন উন্নয়ন দপ্তরের এক নব উদ্যোগ স্কিলিং ও প্লেসমেন্ট 

কর্মসূচি। ভারতের অগ্রনী সিমেন্ট উৎপাদনকারী সংস্থা অম্বুজা সিমেন্ট দীনদয়াল উপাধ্যায় গ্রামীন কৌশল্য যোজনার সঙ্গে যুক্ত হয়ে স্কিল ডেভলপমেন্ট প্রজেক্ট এর সূচনা করল। গ্রামীণ এলাকায় বেকার তরুন-তরুনীদের প্রশিক্ষণ এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে তোলা। এই প্রজেক্টের উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী পূর্ণেন্দু বসু। নতুন এই প্রকল্পের মাধ্যমে ১১২৫ জন তরুন-তরুনীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন পূর্ণেন্দু বসু জানান,এই দেশের লক্ষ লক্ষ মানুষ লেবার মার্কেটে প্রবেশ করছে। তাদের ব্যাপক বৃদ্ধি কে সুনিশ্চিত করার জন্য দেশের বেকার তরুনদের এই প্রজেক্টের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। এর ফলে আমাদের রাজ্যে একটা বিশাল কর্মী বাহিনী তৈরী হবে। এদিন উপস্থিত ছিলেন সংস্থার সিইও অজয় কাপুর,তিন বলেন আমরা ডিডইউ-জিকেওয়াই এর সঙ্গে যৌথ উদ্যোগে যুক্ত হতে পেরে গর্বিত।।

No comments:

Post a Comment