উল্টো রথ : এক বছরের প্রতীক্ষা আবার যাবেন মাসির বাড়ি জগন্নাথ দেব - Songoti

উল্টো রথ : এক বছরের প্রতীক্ষা আবার যাবেন মাসির বাড়ি জগন্নাথ দেব

Share This

দেবাশিস ঘোষ , চাঁচলঃ  প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে মালদহের চাঁচলেও পালিত হল উল্টোরথ। প্রথা অনুযায়ী , জগন্নাথ দেব , ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাসহ পুরোনো শিবমন্দির প্রাঙ্গণে


 ৮ দিন মাসির বাড়িতে কাটালেন। ৯ দিনের মাথায় আজ রবিবার উল্টোরথের দিন আবার তাঁরা চাঁচল রাজ ঠাকুরবাড়িতে ফিরে গেলেন। রশি টেনে ভক্তবৃন্দ নিয়ে চলল রথ। চাঁচল পরিক্রমার শেষে রথ ফিরল রাজ ঠাকুরবাড়িতে। আবার এক বছরের প্রতীক্ষা। জানা গেছে , চাঁচলের শ্যামসুন্দর মন্দির ও কলিগ্রামেও এইদিন মহাধূমধামে উল্টোরথ পালিত হয়। চাঁচলের বাসিন্দা প্রশান্ত পাল বললেন "আজ উল্টোরথ।  ভ্রাতা  বলরাম ও ভগিনী সুভদ্রা সহ জগন্নাথ দেবকে  চাঁচল রাজ ঠাকুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়া হল। রথ নিয়ে আমরা চাঁচল পরিক্রমা করলাম | আবার এক বছরের প্রতীক্ষা |"

No comments:

Post a Comment