সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ সচেতনতা এবং চেতনা গড়ে তোলার লক্ষ্যে শহরের এক বেসরকারী হসপিটাল অ্যপেলো গ্লেনিগাল্স কলকাতায় প্রথম চালু করল আরথ্রপালসিটি কোর্স, যেটি মূলত হাঁটু পরিবর্তন। এই
সার্জারির বিষয়ে অ্যপেলো হসপিটালের পক্ষ থেকে শহরে দুদিন ব্যাপী কোর্স নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। গত ২০ ও ২১ জুলাই স্বভূমি প্রাঙ্গনে প্রশিক্ষণরত প্রায় ২০০ চিকিত্সক ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে যোগদান করে। আলোচনাসভায় চিকিত্সক ও ডিরেক্টর বিডি চ্যাটার্জীর ত্বত্তাবধানে অ্যপেলো হসপিটাল থেকে সরাসরি সম্পূর্ণ হাঁটুর রিপ্লেসমেন্ট সার্জারি দেখানো হয়। এই কর্মশালায় উপস্হিত ছিলেন হসপিটালের ভাইস প্রেসিডেন্ট জয় বসু। এদিন ডাঃ বিডি চ্যাটার্জী জানান,আমরা এই উদ্যোগে খুশি কারণ আমরা দেশের প্রায় ২০০ জন অংশগ্রহনকারীর সামনে নতুন এই কোর্স তুলে ধরতে পারলাম। দুদিনের এই কর্মশালায় আমাদের মূল লক্ষ্য নতুন উন্নত টেকনলজি আরথ্রস্কোপি সম্বন্ধে আলোচনা। ডাঃ জয় বসু জানান, এই প্রয়াস হসপিটালের পক্ষ থেকে নতুন উদ্যোগ। এর ফলে আগামী দিনের বহু অর্থোপেডিক শিক্ষানবিশ জুনিয়র চিকিত্সক উপকৃত হবেন।
No comments:
Post a Comment