
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ বর্তমান সময়ে হাতের নাগালে দৈনন্দিন জীবনের বিভিণ্ণ সামগ্র পৌঁছানোর সহজ উপায় অনলাইন ডেলিভারি পদ্ধতি। আর মানুষের ব্যস্ত সময়ে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন আরো নির্ভরযোগ্য হয়ে উঠছে। এই মাধ্যম কে পাথেয় করে আগরওয়াল দম্পতির উদ্যোগে শুরু হল অনলাইন বানিজ্যিক সংস্হা ফুল টু ফটাক এর সূচনা। এদিন কলকাতায় এক অনুষ্ঠানে কর্নধার আশা আগরওয়াল বলেন দেশে এখন বানিজ্যিক ক্ষেত্রে অন্যত্তম অনলাইন মাধ্যম। সেই পদ্ধতিকে মাথায় রেখে দেশের বিভিন্ন শহরে অনলাইন ডেলিভারি বানিজ্য প্ল্যাটফর্ম ক্রেতাদের কাছে উপলব্ধ।।
No comments:
Post a Comment