দ্বিতীয় বর্ষ পথ চলা পূর্ন হল অর্ঘভবার - Songoti

দ্বিতীয় বর্ষ পথ চলা পূর্ন হল অর্ঘভবার

Share This

সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ নারী ও শিশু সুরক্ষা কল্যানে ২০১৬ সালের ১৬ জুন জণ্ম হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন অর্ঘভবা হিউম্যানিটি ডেভলপমেন্ট ফাউন্ডেশনের। সমাজের অবহেলিত নারী ও শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াস নিয়ে কলকাতায় পথ চলা শুরু হয়।গত ১৬ জুন দেখতে দেখতে ২ বছর পার করে নিজেদের বর্ষপূর্তি উদযাপন করা হল। এদিন বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর এলাকার বিধায়ক সুজিত বসু, সংগঠনের কর্নধার মহেন্দ্র আগরওয়াল এবং সংগঠনের সাথে জড়িত শিশু ও মহিলারা।
 এই অনুষ্ঠানের পাশাপাশি নারী ও শিশুদের ডেভলপমেন্ট বিষয়ে এক আলোচনাসভা আয়োজিত হয় যেখানে বক্তব্য রাখেন জয়দ্বীপ মজুমদার, জয়প্রকাশ ইন্সটিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর গোপাল দাভে, মারোওয়ারি হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট শিখা মিত্র,বিশিষ্ট লেখিকা সুদেষ্ণা রায়,  সমাজত্বত্তবিদ সোমা চক্রবর্তী দাস,লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট বাবুলাল বাঙ্কা সহ বহু ব্যাক্তিবর্গ। এই বিষয়ে কর্ণধার মিঃ আগরওয়াল বলেন আমরা মূলত সমাজের নারী ও শিশুদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচিতে কাজ করে চলেছি। ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে কাজ শুরু করা হয়ছে যেমন নারী শিক্ষার প্রসারে সচেতনতা এবং স্কিল ডেভলপমেন্ট প্রশিক্ষণ দেওয়া শুরু হয়ছে।।

No comments:

Post a Comment