
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ দেশের প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তার মূল লক্ষ্য দেশের নদনদী সহ গঙ্গা কে দূষণ মূক্ত হিসাবে স্বচ্ছ রাখা। আর এই উদ্দ্যেশে সেই বার্তা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে এক অভিনব ভাবনার মেলবন্ধন। শাস্ত্রীয় সঙ্গীতের বিশিষ্ট সন্তুর বাদক পন্ডিত তরুন ভট্টাচার্য এবং তবলা বাদক পন্ডিত প্রদুৎ মূখার্জীর যৌথ অনুষ্ঠান পরিবেশিত হল আইসিসিআর প্রেক্ষাগৃহে। গঙ্গা কে দূষন মূক্ত রেখে পরিবেশে ভারসাম্য বজায় রাখার উদ্দ্যেশে গঙ্গা শীর্ষক অনুষ্ঠান।।
No comments:
Post a Comment