সমাজের প্রতিছবি এক অন্য প্রেমের গল্প - Songoti

সমাজের প্রতিছবি এক অন্য প্রেমের গল্প

Share This

সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ এ ছবি বর্তমান সময়ে সাম্প্রদায়িক প্রেক্ষাপটের চিত্র। এ ছবি ধর্মের ভেদাভেদ ভূলে সম্প্রীতি রক্ষার চিত্র।  রাজনীতির শিকার ছাত্র দরদী স্কুল শিক্ষক ঋত্বিক বাবু। পঞ্চায়েত প্রধান তথা স্কুলের চেয়ারম্যান অবিনাশ চৌধুরির রোষে তাকে স্কুল ছাড়তে হয়। । ইংরাজী মাধ্যমে শিক্ষিত তিথি ভালবেসে ফেলে সাহিল কে। এদিকে ঋত্বিক বাবুর অবর্তমানে জয়ীদের সংসার ভেসে যাওয়ার উপক্রম হয়। সাহিল জয়ীদের পাশে দাঁড়াতে চায়। কিন্তু জাতপাতের গ্রামীন রাজনীতি তাকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলে। এই রাজনীতির জাল ছিঁড়ে সাহিল কী পারবে জয়ীদের পাশে দাঁড়াতে?অপরদিকে তিথি কী পারবে সাহিলকে নিজের করে নিতে?এই সব প্রশ্নের উত্তর নিয়ে আগামী ৬ জুলাই পরিচালক রঞ্জন চৌধুরির পরিচালনায় মুক্তি পেতে চলেছে চিরদিনের এক অন্য প্রেমের গল্প। পরিচালক সহ ছবির কলাকুশলীদের উপস্হিতিতে আজ সাংবাদিক বৈঠকে ছবির পোস্টার লঞ্চ হল।।

No comments:

Post a Comment