অনুষ্ঠিত হল বোধীপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান - Songoti

অনুষ্ঠিত হল বোধীপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

Share This
পায়েল পাল, কলকাতাঃ সবারে করি আহ্বান, এই বার্তা নিয়েই সূচনা হয়েছিল বোধীপীঠের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। বোধীপীঠ, মানষিক ও শারীরিক তথাকথিত কম ভারসাম্য প্রকৃতি'র মাতৃ-পিতৃ হীন মানুষ বা শিশু'র আশ্রয়ভূমি, যা ১৯৫১ সালে পশ্চিমবঙ্গের বিরাটিতে স্থাপিত হয়। প্রতিবছরই এই সংস্থা তাদের আবাসিকদের নিয়ে স্বাস্থ্য শিবির, পিকনিক, দূর্গাপুজা পরিক্রমা, বার্ষিক সাংস্কৃতিক

অনুষ্ঠান, পড়াশোনা  সহ অনেক কাজ করে থাকে।  এই বছরও তার ব্যাতিক্রম  ঘটেনি, এই বছরের  অনুষ্ঠানটিতে অতিথি'র আসনে উপস্থিত ছিলেন  পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল (১৯৯৯) ও এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন মুখ্য বিচারপতি শ্যামল কুমার  সেন, অভিনেতা কাঞ্চন মল্লিক, কবিতা'র ঝুলি নিয়ে ব্রততী বন্দ্যোপাধ্যায়, মাটি'র গানের ডালি নিয়ে দোহার সহ বোধীপীঠের সদস্য-সদস্যাবৃন্দ। বোধীপীঠের সম্পাদক  জানিয়েছেন, "বর্তমানে মোট ৯০ জন আবাসিক, তাই জমি-জায়গা অনেকখানিই প্রয়োজন। কোনো ব্যাক্তি'র জমি-জায়গা সন্ধানে থাকে জানাবেন।"

No comments:

Post a Comment