
বার্তা প্রতিবেদন, কলকাতাঃ ভ্রমনপ্রিয় বাঙ্গালীর কাছে ছুটি মানেই গন্তব্য পাহাড়,জঙ্গল। গুজরাটের সৌন্দর্য কিংবা সুন্দরবনের দ্বীপে নিশিযাপন সব কিছু সন্ধান দিতে চলে আসুন নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে। গতকাল কলকাতার নেতাজী স্টেডিয়ামে ২১ তম পর্যটন মেলার উদ্বৌধন হল যা চলবে আগামী ৩ জুন পর্যন্ত। এদিন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা জয়প্রকাশশ বলেন ভারতীয় পর্যটনকে উন্নত করতে স্বদেশ দর্শন ও প্রসাদ প্রকল্প গৃহীত হয়ছে এবং উপকূলবর্তী অঞ্চলে উনন্নয়নে ৮৫ কোটি ৩৯ লক্ষ টাকা ব্যয় করা হয়ছে। তিনি জানান প্রসাদ প্রকল্পের আওতায় ভারতের বিভিন্ন ধর্মীয় স্হানকে উন্নত করা কাজ শুরু হয়ছে। পশ্চিমবঙ্গে এই তালিকায় বেলুড়মঠ,কালীঘাট,দক্ষিনেশ্বর রয়ছে। পর্যটন দপ্তর স্হির করেছে আজমের, অমরাবতী, অযোধ্যা,দ্বারকা,কামাখ্যা,গয়া,মথুরা,বৃন্দাবন সহ একাধিক ধর্মীয় স্হানের সঙ্গে বেলুড়কে পর্যটক দের কাছে উপযোগী করে তোলা হফে। তিনি বলেন কেন্দ্রের তরফে ধর্মীয় স্হান হিসাবে বেলুড় মঠ উন্নয়নে আংশিকভাবে ৩০ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয় হবে। অন্যদিকে গোটা দেশে উপকূলবর্তী অঞ্চলে উণ্ণয়ন ও সৌন্দর্যায়নের জন্য স্বদেশ দর্শন প্রকল্প। উত্তরপূর্ব ভারতে উপকূলবর্তী সীমার জন্য ১২টি থিম বেছে নেওয়া হয়ছে।
No comments:
Post a Comment