
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ বনিকসভা বেঙ্গল চেম্বার অফ কমার্স এর উদ্যোগে কলকাতায় প্রথম বর্ষে আয়োজিত হল আন্তর্জাতিক বানিজ্যমেলা। গতকাল সল্টলেক করুনাময়ী গ্রাউন্ডে মেলার সূচনা হয় যা চলবে আগামী ১১ জুন পর্যন্ত। মেলার উদ্বোধন করেন রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং উপস্হিত ছিলেন বাংলাদেশ হাই কমিশনের বানিজ্যিক সচিব সফিউল ইসলাম ও বনিকসভার সভাপতি চন্দ্রশেখর ঘোষ। তুর্কি,মায়ানমার,পাকিস্তান, আফগানিস্তান,শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকে বিভিন্ন বানিজ্যিক সংস্হা অংশ নিয়েছে। এদিন মিঃ ঘোষ বলেন প্রথম বছর বনিজ্যমেলায় ফোকাশ কান্ট্রি শ্রীলঙ্কা ও তাইল্যান্ড এবং পার্টনার কান্ট্রি বাংলাদেশ। কলকাতার ক্রেতাদের উদ্দ্যেশে বিভিন্ন দেশের বানিজ্য সামগ্রীর সম্ভার। এদিন মন্ত্রী জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে বানিজ্যিক পরিবেশ উন্নত হয়ছে। শিল্পপতিদের বানিজ্যিক লগ্নির ফলে রাজ্যে অর্থনৈতিক পরিবেশ সুগম হয়ছে। এই ধরনের বানিজ্যিক মেলার ফলে উদ্যোগপতি ও শিল্পপতিদের বিকাশ ঘটবে রাজ্যে।।
No comments:
Post a Comment