পায়েল পাল, কলকাতাঃ ফিউচার গ্রুপ-এর পরিকল্পনায় শহরে দশমতম ইজিডে ডিপার্ট্মেন্টাল স্টোর অভিনেত্রী রচনা ব্যানার্জীর উপস্থিতিতে উদ্বোধন করা হয়। এই স্টোরে পাওয়া যাবে, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনারের খাবাবের উপাদান। ইজিডে স্টোরে যারা রেগুলার খরিদ্দার থাকবেন, তাদের জন্য স্টোর কর্তৃপক্ষ ইজিডে ক্লাবের ব্যবস্থা করেছেন, যেখানে কেনাকাটা উপর ১০% ছাড়ের পাশাপাশি থাকবে যেকোনো দূরত্বে হোম ডেলিভারীর সুযোগ বিনা মূল্যে। এছাড়াও কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে থাকবে ফ্রী রিনোয়ালেরও সুযোগ।।
পায়েল পাল, কলকাতাঃ ফিউচার গ্রুপ-এর পরিকল্পনায় শহরে দশমতম ইজিডে ডিপার্ট্মেন্টাল স্টোর অভিনেত্রী রচনা ব্যানার্জীর উপস্থিতিতে উদ্বোধন করা হয়। এই স্টোরে পাওয়া যাবে, সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনারের খাবাবের উপাদান। ইজিডে স্টোরে যারা রেগুলার খরিদ্দার থাকবেন, তাদের জন্য স্টোর কর্তৃপক্ষ ইজিডে ক্লাবের ব্যবস্থা করেছেন, যেখানে কেনাকাটা উপর ১০% ছাড়ের পাশাপাশি থাকবে যেকোনো দূরত্বে হোম ডেলিভারীর সুযোগ বিনা মূল্যে। এছাড়াও কার্ডের ভ্যালিডিটি শেষ হয়ে গেলে থাকবে ফ্রী রিনোয়ালেরও সুযোগ।।
No comments:
Post a Comment