স্পোর্টস ডেস্ক, সঙ্গতি ঃ রাশিয়া বিশ্বকাপ চলাকালীন কলকাতার দর্শকদের জন্য সুখবর। ফুটবলের শহর কলকাতায় অতীতে পা রেখেছিলেন বিশ্বের বিভিন্ন তারকারা। পেলে,মারাদোনা অলিভার কানের মত খেলোয়াড়রা কলকাতার দুই ক্লাবে খেলেছেন। এবার পূজোর আগেই কলকাতার ময়দানে আগামী ২৮ সেপ্টেম্বর মুখোমুখি হতে চলেছে বার্সেলোনা বনাম মোহনবাগান।এবার পূজোর আগেই প্যাট্রিক,ক্লুভার্ট,আবিদাল সহ একঝাঁক ফুটবল তারকার সমাগম হতে চলেছে কলকাতার ময়দানে। বার্সেলোনার আগমনে আগামী ২৮ তারিখ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে ক্ল্যাস দ্যা

লেজেন্ড। মোহনবাগানের প্রাক্তনীদের সঙ্গে বার্সার প্রাক্তন তারকাদের মধ্যে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ উদ্যোক্তাদের পক্ষ থেকে জানান হয় সেই ম্যাচে মাঠে নামবেন বাগানের সবুজ তোতা। এই বিষয়ে আজ উদ্যোক্তা মোহনবাগান ক্লাব এবং ফুটবল নেক্সট ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিক বৈঠকে আসন্ন ম্যাচের ঘোষনা হল।অনুষ্ঠানে উপস্হিত ছিলেন মোহনবাগানের সচিব অঞ্জন মিত্র,ফুটবল সচিব বাবুন ব্যানার্জী,প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ,ফুটবল নেক্সট ফাউন্ডেশনের কর্ণধার কোশিক মৌলিক।এই ম্যাচে সবুজ মেরুনের দল গঠনের দায়িত্বে শিশির ঘোষ। গতকাল জাতীয় ক্লাবের ঘটনা প্রসঙ্গে সচিব অঞ্জন মিত্র বলেন জাতীয় ক্লাবের বার্ষিক সভা চলাকালীন কিছু বহিরাগতের আক্রমনে ঝামেলার সৃষ্টি হয়। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে তারপর যথাযথ ব্যবস্থা নেব।।
No comments:
Post a Comment