ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগী কারপেডিয়াম - Songoti

ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগী কারপেডিয়াম

Share This
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ কলকাতার এক বেসরকারী সংস্হায় দীর্ঘ ১৫ বছর কর্মরত ছিলেন সমর্পিতা চন্দ এবং সোমনাথ দাশগুপ্ত। বেসরকারি কর্মসংস্হান ছেড়ে বিভিন্ন কর্মকান্ডের উদ্দ্যেশে দুজনের প্রয়াসে তৈরী হয় কারপেডিয়াম। বর্তমান সময়ে শহরে তৈরী হয়ছে অত্যাধুনিক শপিং মলে এবং এর ক্রমশ হারিয়ে যাচ্ছে শহরের ঐতিহ্যবাহী বাজারগুলি।যেমন নিউমার্কেট,হাতিবাগান কিংবা গড়িয়াহাটের মার্কেট গুলিতে 

আজ সেই পরিমান জনপ্রিয়তা নেই মানুষের কাছে। প্রথম পচ্ছন্দের তালিকা হিসাবে জায়গা করে নিয়েছে আধুনিক শপিং মল গুলি। এই রীতি চলতে থাকলে ক্রমশ হারিয়ে যাবে শহরের ঐতিহ্যবাহী নিদর্শন গুলি। এই সংরক্ষণ গুলিকে মানুষের কাছে তুলে ধরতে উদ্যোগী হয়ছেন টিম কারপেডিয়াম। সেই উদ্দ্যেশে ঐতিহ্য সংরক্ষণে আগামী ২৯ জুন কলকাতার নিউমার্কেট সিমপার্কে আয়োজিত হতে চলেছে এক মিউজিক্যাল ‘আনপ্লাগড দ্য হগ’। আগামী ২৯ তারিখ হগ সাহেবের সেই স্মৃতি নিয়ে মিউজিক পরিবেশন করবে দোহার ও ব্যাণ্ডেজ। এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে উদ্যোক্তারা জানান আগামী ২৯ তারিখ উপস্হি থাকবেন মেয়র পারিষদ দেবাশিষ কুমার,আমিরুদ্দিন ববি,কাউন্সিলর গোপাল চন্দ্র সাহা,নিউমার্কেটের চিফ ম্যানেজার মুকুল রঞ্জন বরাই।।

No comments:

Post a Comment