সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ নানা রোগের চিকিতসায় বর্তমানে এসেছে থেরাপী। চলতি বছরে থেরাপী চিকিতসার ক্ষেত্রে পুরস্কার ছিনিয়ে নিলেন থেরাপিস্ট রাজকুমারী সাহারিয়া। বর্তমানে তিনি স্বাস্হ্য হোলিস্টিক হিলিং সেন্টারের কর্নধার এবং মহিলা এফএফসিআই এর প্রাক্তন চেয়ারম্যন। চলতি মাসের
১০ জুন মুম্বাই তে বলিউড অভিনেত্রী রিমা সেন ও দিভা দত্তের হাত থেকে অর্জন করেন ইন্সপায়ার স্পিরিউচুয়াল হোলিস্টিক ওয়েলনেস ভিশনরি অ্যাওয়ার্ড। রাজকুমারী সাহারিয়া একদিকে যেমন থেরাপিস্ট অপরদিকে তেমন সমাজসেবী ও চিকি্তসা পরামর্শদাতা। সমাজের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড তিনি জড়িত থাকেন। তার কর্মপ্রয়াসে এই সম্মানে আরো এগিয়ে দেবে বলে তিনি জানান। কলকাতা সাংবাদিক ক্লাবে তার এই চিকিতসা পদ্ধতি এবং কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বিস্তৃত জানান।।
No comments:
Post a Comment