তারকা সমাবেশে উদ্বোধন হল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উতসব - Songoti

তারকা সমাবেশে উদ্বোধন হল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উতসব

Share This

সপ্তর্ষি ও ইন্দ্রানীঃ মাসের প্রথম দিন সপ্তাহের শুরুতে কর্মব্যস্ততার মাঝে মে দিবসের ছুটিতে এক মনোরম সন্ধ্যায় মুখরিত পাঁচতারা রেস্তোরাঁ। বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিসন চেম্বার অফ কমার্সের উদ্যোগে তৃতীয় বর্ষে আয়োজিত আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র উৎসবের সূচনা লগ্নে উপস্হিত তারকাদের চাঁদের হাট। গ্রীষ্মের উত্তাপে মনোরম সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্হিত ছিলোন এপার বাংল ও ওপার বাংলার তারকা কলাকুশলীরা ছাড়াও রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে,তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু ও মেয়র পারিষদ দেবাষিশ কুমার। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনার পর ব্রাত্য বসু জানান বর্তমান সরকার ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নয়নে সু পরিকাঠামো ব্যবস্হা করেছে। বিএফটিসিসি দুই বাংলার সংস্কৃতির ক্ষেত্রে মেলবন্ধন সৃষ্টি করেছে। সন্ধ্যা নামতেই অনুষ্ঠানের সময়ের সাথে একে একে তারকার সমাগমে ছোট প্রেক্ষাগৃহে যেন চাঁদের জ্যোতস্নায় চিকচিক করছিল। লিজিঁর দ্যা পুরস্কারে ভূষিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রবেশে ক্যামেরার সব আলো কেড়ে নিল। টলি পাড়ার প্রযোজকদের উপস্হিতির পাশাপাশি অভিনয় জগতের সঙ্গে যুক্ত তারকাদের আগমনে উপচে পড়েছিল চিত্র সাংবাদিক দের একত্রিত ছবির আব্দার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় উপস্হিত হওয়ার পর ক্ষুদে তারকা ঋদ্ধি সেনের সঙ্গে আলিঙ্গন কিংবা মঞ্চে বুম্বাদা সৌমিত্র কাছাকাছি ছবি গুলি ফ্রেমবন্দি হয়ে থাকল। বিএফটিসিসি এর পকৃষ থেকে এক অনন্য সন্ধ্যায় নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিলেন ইন্দ্রানী দত্ত। শুধু এপার বাংলার শিল্পীরা নন ওপার বাংলার অন্যত্তম নায়ক জনাব আলম হোসেন ও বুম্বাদার মিলিত ছবি দুই বাংলার ভেদাভেদ ভূলিয়ে দিল। বিএফটিসিসি প্রেসিডেন্ট ফিরদাউসূল হাসান। বিএফটিসিসি প্রেসিডেন্ট ফিরদাউসূল হাসান বলেন তৃতীয় বর্ষে আয়োজিত আন্তর্জাতিক ক্ষেত্রে স্বল্পদৈর্ঘ্যের বিভিন্ন ভাষায় ৫৪ টি ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে ১০টি ছবি বিদেশ থেকে নির্বাচিত হয়ছে এবং দেশের ৪৪টি ছবি প্রদর্শিত হবে। অনুষ্ঠানে হিরালাল সেন লাইফ টাইম পুরস্কৃত তুলে দেওয়া হল বিখ্যাত প্রবীন অভিনেতা চ্যাটার্জীর হাতে। দেবকী কুমার বোস নামাঙ্কিত লাইফ টাইম পুরস্কার সম্মানিত করা হল বুদ্ধদেব দাশগুপ্ত কে। টলিউডে অন্যত্তম প্রযোজক সংস্হা ভেঙ্কটেশ প্রোডাকশন কে পুরস্কৃত করা হল বিএন সিরকার লাইফ টাইম সম্মানে। কালিশ মূখার্জী পুরস্কার তুলে দেওয়া হল সোমা এ চ্যাটার্জীর হাতে। ওপার বাংলার মহানায়ক রাজ রাজ্জা পুরস্কার তুলে দেওয়া হয় জনাব আলম হোসেন এর হাতে। ময়ূরকাক্ষীর মত চলচ্চিত্র দর্শকদের উপহার দেওয়ার জন্য পরিচালক অতনু ঘোষকে সম্মানিত করা হল। সবশেষে জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্ষুদে অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেনকে পুরস্কার তুলে দেওয়া হল।।

No comments:

Post a Comment