বার্তা প্রতিবেদন, কলকাতাঃ ১ মে ২০১৩ মুম্বাইয়ের চিত্রকুট গ্রাউন্ডে সিনেমাতে তার অসাধারণ অবদানের জন্য চলচ্চিত্র ও সিরিয়ালের পরিচিত মুখ সন্দীপ মারওয়াহকে পাঁচটি বিশ্ব রেকর্ডের সাথে সম্মানিত দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন পুরস্কার প্রদান করা হয়। সন্দীপ মারওয়াহ বিশ্বব্যাপী দ্রুততম ক্রমবর্ধমান চলচ্চিত্র শহর নোয়েডা ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা। এটি ১০০ একর জমির সঙ্গে ৭৫ একর জমির বাইরে ২৫ একর অন্দর, ১৬ টি স্টুডিও, ৩৫০ টি চ্যানেল ১৬২ টি দেশে প্রচারিত হচ্ছে ২৪ × ৭, ১৭০০০ মিডিয়া পেশাদার চলচ্চিত্র নগরটিতে কাজ করছে এবং ক্যাসকেডিংয়ের প্রভাবটি হচ্ছে যে ১৫০,০০০ লোক তাদের রুটি রোজগার করছে চলচ্চিত্র শহর। সন্দীপ মারওয়াহ উত্তর ভারত-মারওয়াহ স্টুডিওর প্রথম পেশাদার ফিল্ম স্টুডিওর প্রতিষ্ঠাতা এবং ৫০ টিরও বেশি চ্যানেলের জন্য ৪৫০০ টিরও বেশি টেলিভিশন প্রোগ্রাম চালু করেছে, ১৫০ টি ফিচার ফিল্ম, ৫০০০ টি ট্রেনিং ফিল্মস এবং ভারতের বেশিরভাগ চ্যানেলের জন্মস্থান ১৯৯১ থেকে। এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের পর আমি উচ্চতর অনুভব করছি এবং নতুন শক্তি দিয়ে চার্জ করছি। ভারতে চলচ্চিত্রের পিতা নামকরণের একটি পুরস্কার আমার কাছে অনেক অর্থ বহন করে, সন্দীপ মারওয়াহা বলেন, এই অনুষ্ঠানের আয়োজন করে মারওয়াহ স্টুডিওর সভাপতি একটি মহৎ কর্ম অনুষ্ঠানে। গণমাধ্যম ও টেলিভিশন ব্যক্তিত্ব এবং জীবনের অন্যান্য স্তরের বড় সংখ্যক চলচ্চিত্র নির্মাতা অভিনেতা সন্দীপ মারওয়া অভিনন্দন জানিয়েছেন যিনি ইন্টারন্যাশনাল চেম্বার অব মিডিয়ার অ্যান্ড এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি'র সভাপতি। দাদাসাহেব ফালকে ফিল্ম ফাউন্ডেশন পুরস্কার ১৬ বছর বয়সী সেটআপ এবং প্রতিষ্ঠানটি প্রতিবছর মিডিয়া ও বিনোদন শিল্পের মানুষকে সম্মান করে আসছে।।

দাদাসাহেব ফালকে চলচ্চিত্র পুরস্কার পেলেন সন্দীপ মারওয়াহ
Share This
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Post Bottom Ad
Responsive Ads Here
Author Details
Songoti is a online information magazine at Kolkata, founded by Ms. Payel Paul, on 11th January 2017. We have created this information magazine not only for the readers from West Bengal but readers from all across India and other countries as well. An Information you can use: this is our main motto. We update our site 24x7 to present the latest news, however we spare ourselves from the political world. We are also working day and night to find new talents even from the remotest places and create a platform for them. For more information visit our website: www.songoti.in or our Facebook page: https://www.facebook.com/songotiofficial/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন