চালু হল হার্ট ফেলিওর ক্লিনিক ও কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সার্ভিস - Songoti

চালু হল হার্ট ফেলিওর ক্লিনিক ও কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সার্ভিস

Share This

সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ কলকাতার এক বেসরকারি হাসপাতাল নারায়না হেল্থ সুপার স্পেশালিটি হাসপাতালে আজ থেকে চালু হল হার্ট ফেলিওর ক্লিনিক ও কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সার্ভিস। আজ কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে এক সাংবাদিক বৈঠকে চিকিতসক অক্ষয় ওলেটি,চিকিতসক বিজয় পাণ্ডে ও চিকিত্সক ডেভিড রোজারিও বিস্তৃত জানান। ডাঃ ওলেটি বলেন,নারায়না গ্রুপের পক্ষ থেকে যে কোন হাসপাতালের ৫ কিমি আয়ত্তের মধ্যে হৃদরোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে এনএইচ হাসপাতালে পৌছে দেবে এই অ্যাম্বুলেন্স পরিষেবা।এই পরিষেবা প্রসঙ্গে ডাঃ পান্ডে জানান বর্তমানে অধিকাংশ চিকিতসক হার্ট ফেলিওরকে অ্যাজমা ভেবে ভূল করেন ফলে হৃদরোগে আক্রান্ত সংখ্যা ক্রমে বেড়ে চলছে। এই সমস্যা গুলির সমাধান করতে এই পরিষেবার পরিকল্পনা। ডাঃ রোজারিও জানান হার্ট অ্যাটাকের এক ঘন্টার মধ্যে রোগীকে হাসপাতালে আনা প্রয়োজন। ক্লট হয়ে যাওয়া রক্তকে দ্রুত তরল করতে হয় ফলে এই প্রক্রিয়া গুলি দ্রুততার সাথে করার জন্য নারায়নার এই প্রচেষ্টা।।


No comments:

Post a Comment