![]() |
চিত্র সৌজন্য ঃ পার্থ পাল |
সপ্তর্ষি সিংহ,কলকাতাঃ ডায়মন্ড এর সম্ভার ফরএভার মার্ক উত্তর পূর্ব ভারত তথা কলকাতায় প্রথম বিপননি নিয়ে এল দক্ষিন কলকাতার সাউথ সিটি শপিং মলে। গতকাল বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের উপস্হিতিতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই বিপননির উদ্বোধন হল।গ্রাহকদের জন্য দেশের প্রথম বিনননি বেঙ্গালুরুর পর দ্বিতীয় এই বিপননিটি কলকাতায় নিয়ে এল ফরএভার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন জেম অ্যান্ড জুয়েলারী ক্রিয়েশনের ডিরেক্টর প্রতীক দুগ্গার, ফরএভার সংস্হার প্রেসিডেন্ট শচীন জৈন।।
No comments:
Post a Comment