
সপ্তর্ষি সিংহ, কলকাতাঃ একসময়ে সমাজের বিরুদ্ধে লড়াই করা রূপান্তর কামীরা সেজে উঠলেন সংকোচ কাটিয়ে। একটি স্বেচ্ছাসেবী ত্রয়ী সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সব পর্দার নিষেধ এক লহমায় সরিয়ে সগর্বে সামনে আসার সাক্ষী রইলেন তাদের পরিবার। এদিন ত্রয়ী সংগঠনের বর্ষপূর্তির অনুষ্ঠান নেপথ্যে রয়ছেন এক রূপান্তরকামী শ্রী ঘটক। গত সেই শ্রীর হাত ধরেন সঞ্জয় মূহুরি। তাদের এখন সুখী দাম্পত্য। তাদের তৈরী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রথম বছর প্রথম বছর পূর্তির অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় বিভিন্ন পেশার মানুষকে। যারা রূপান্তরকামীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছিলেন নানা ভাবে। আর সেই অনুষ্ঠানের মাঝে উদ্ভাসিত রুপান্তরকামীদের ডানা মেলার প্রয়াস। অনুষ্ঠানে উপস্হিত হয়েছিলেন বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়,শ্রীয়ের চিকিত্সক প্রবীর যশ,নৃত্য শিল্পী কোহিনূর সেন বরাট। উদ্যোক্তা শ্রী বলেন সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করার ইচ্ছা নিয়ে গড়ে তুলেছি আমার স্বেচ্ছাসেবী সংগঠন আর দেখতে দেখতে তার বছর ঘুরে গেল।।
No comments:
Post a Comment