
সপ্তর্ষি সিংহ, কলকাতা : শহরের মেধাবী ছাত্র ছাত্রীদের কাছে রাশিয়ান এডুকেশন সেন্টার সুযোগ নিয়ে এল রাশিয়ান এডুকেশন ফেয়ার। চলতি শিক্ষাবর্ষে দেশের ৮টি শহরে ১৮ থেকে ২৭ মে আয়োজিত এডুকেশন ফেয়ার। কলকাতায় গত ২৪ মে ছাত্রছাত্রীদের কাছে একদিনের এডুকেশন ফেয়ার অনুষ্ঠিত হল গোর্কি সদনে।ভারতীয় ছাত্রছাত্রীরা ডাক্তারি ও অন্যান ক্ষেত্রে রাশিয়ায় পড়াশোনার সুযোগ এর জন্য এই এডুকেশন ফেয়ার। এই এডুকেশন ফেয়ারে রাশিয়ার ৮ টি মেডিকেল ইউনিভার্সিটির অধ্যাপক ও অন্যান কলেজের অধ্যাপকরা উপস্হিত ছিলেন।।
No comments:
Post a Comment