দূর্বল শিশুদের পাশে মনোচেতনা একাডেমিক ও রিসার্চ সেন্টার - Songoti

দূর্বল শিশুদের পাশে মনোচেতনা একাডেমিক ও রিসার্চ সেন্টার

Share This
বার্তা প্রতিবেদন, কলকাতাঃ মনোচেতনা একাডেমিক ও রিসার্চ সেন্টারের শিক্ষার প্রচেষ্টার সাথে শিশুদের প্রাথমিক সনাক্তকরণ ও হস্তক্ষেপের উপর গোল টেবিল বৈঠক হয়। মূলত মানভিকাস সেন্টার ২০০৫ সালে তার আর্ক ইন্ডিয়া প্রকল্পের অধীনে কাজ করে দক্ষিণ কলকাতার ২৫ টি সরকারি সাহায্যকারী বিদ্যালয়গুলিতে ১০০০ জন নির্বাচিত দুর্বল শিশুদের মধ্যে নিয়মিত শেখার ক্ষমতা গুলিকে ফিরিয়ে দিয়ে শিশুদের সমাজের মূল স্রোতের সঙ্গে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। নোচেতনা একাডেমিক ও রিসার্চ সেন্টারের নীতি হল কোনো বাচ্চাই পিছিয়ে থাকবে না।।


No comments:

Post a Comment