পুকুর খুঁড়তে গিয়ে পাওয়া গেলো প্রাচীন মূর্ত্তি - Songoti

পুকুর খুঁড়তে গিয়ে পাওয়া গেলো প্রাচীন মূর্ত্তি

Share This
পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ গজ্ঞারামপুরের মাটি খনন করে পাওয়া গেল ১টি প্রাচীন বিষনু মূর্ত্তি, ১টি মনসা মূর্ত্তি এবং কিছু পোড়া মাটির জিনিসপত্র। গজ্ঞারামপুর থানার জয়পুর এলাকার পান্ডেপাড়াতে পুকুর খননের সময় এই মূর্ত্তি এবং এই জিনিসপত্র গুলি পাওয়া গেছে। এই এলাকাতে একটি পুকুর খননের কাজ চলছিল। পুকুর খননের কাজে রামনা ওরাও নামে এক শ্রমিক যুক্ত ছিলেন। কাজ করতে করতে হঠাত শ্রমিকের কোদাল একটা কিছুতে আটকে যায়। তারপর আরো অন্যান্য শ্রমিকরা ঐখানে খননকার্য চালালে ঐ জায়গা থেকে মূর্ত্তি এবং পোড়া মাটির জিনিসপত্র গুলি উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দা ধনঞ্জয় দেবশর্মা জানিয়েছেন উদ্ধার হওয়া প্রাচীন মূর্ত্তিগুলি পুকুরের মালিক শান্তি দেবশর্মা-র বাড়ীতে রাখা আছে।।

চিত্র সৌজন্য ঃ গুগল


No comments:

Post a Comment