ইউ.কে এবং ভারতের উদ্যোগে নার্সদের বিশ্বে ক্ষমতায়ন - Songoti

ইউ.কে এবং ভারতের উদ্যোগে নার্সদের বিশ্বে ক্ষমতায়ন

Share This
বার্তা প্রতিবেদন, কলকাতা ঃ ব্রিটিশ ডেপুটি হাইকমিশনে ২০ শে এপ্রিল, বৈশ্বিক কর্মজীবনের সুযোগসহ ভারতীয় নার্সদের ক্ষমতায়ন করার জন্য হেলথকেয়ার বিজনেস সলিউশন (ইউকে) এবং চার্নক নার্সিং সলিউশনস (ভারত) এর উদ্যোগে একটি স্মারক স্বাক্ষর (এমওইউ) স্বাক্ষর করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জনাব ব্রুস বেক্নেল, প্রধান অতিথি হিসেবে ডঃ মার্ক ফাউন্টেন, সিইও হেলথকেয়ার বিজনেস সলিউশন, ইউকে এবং প্রশান্ত শর্মা ম্যানেজিং ডিরেক্টর, চর্নক হাসপাতাল সহ অনেকেই।।


No comments:

Post a Comment