 |
টেস্টিং রত প্রসেনজিত চট্টপাধ্যায় |
পায়েন পাল, কলকাতাঃ টিভি থেকে স্মার্ট ফোন, চোখ সর্বত্র কর্মদায়ক। চোখকে তাই আরও সুরক্ষিত এবং স্টাইলিস করে তুলতে হিমালয়া অপটিক্যাল বাজারে নিয়ে এলো একটি যন্ত্র যা সহজেই মুখের গঠন অনুযায়ী কম্পিউটার তৈরী করবে চশমার ফ্রেম। সম্প্রতি হিমালয়া অপটিক্যাল এর ক্যামাক স্ট্রীট শাখায় সেই যন্ত্রটি উদ্বোধন করে বাংলা সিনেমার মেগাস্টার প্রসেনজিত চট্টপাধ্যায়। শরত বেনানি জানিয়েছেন, এর মূল্য ২০,০০০/- টাকা থেকে শুরু এই ফ্রেমের।প্রসেনজিত চট্টপাধ্যায় জানিয়েছেন, "আমি প্রায় এক মাসের কাছাকাছি ব্যাবহার করছি, এটি খুবই আরামদায়ক"।।
 |
যন্ত্রটি উদ্বোধনে প্রসেনজিত চট্টপাধ্যায় |
No comments:
Post a Comment