কতটা মধুর হতে চলেছে প্রনব মুখার্জীর কলের গানের সুর? জেনে নিন - Songoti

কতটা মধুর হতে চলেছে প্রনব মুখার্জীর কলের গানের সুর? জেনে নিন

Share This
পায়েল পাল, কলকাতাঃ কলকাতার উত্তর থেকে দক্ষিন চলছে পরিচালক প্রনব মুখার্জীর ছবি কলের গানের। চলচিত্রটিতে অভিনয় করছেন চৈতী ঘোষাল, ভাস্কর ব্যনার্জী, পরান বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই। কলের গান অর্থাৎ গ্রামোফোন নিয়েই সমগ্র গল্পটি তাই মনে হচ্ছে তো! কিন্তু এটা তা নয়, এর গপ্পোটি হল চন্দ্রকান্ত প্রায় ৭০ বছর বয়সী, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র। তাঁর পরিবারে তাঁর পুত্র চন্দন, পুত্রবধূ সুমিতা ও নাতি চঞ্চল রয়েছে। শ্রী চন্দ্রকান্ত খুব অল্প বয়স থেকেই 'কলের গান' (গ্র্যামোফোন) শোনেন। তাঁর পিতা, চুনিলাল মুখার্জী ইংল্যান্ডে ছেড়ে চলে আশার আগে ডঃ মার্টিন বার তাঁকে গ্র্যামোফোনটি উপহার দেন।  গ্র্যামোফোনটিকে নিয়ে চন্দ্রকান্তের সঙ্গে বর্তমানে যে সমস্যাটি আছে, তার পুত্রবধূ সুমিতা গানেকে শ্রদ্ধা জানাতে পারেন না। সে তার কথা শোনার থেকে তাকে বাধা দেওয়ার সব চেষ্টা করে কিন্তু তা করতে ব্যর্থ হয়। এই জিনিসটি পরিবারের একতার ছন্দটি পতনে শুরু করে। এই কষ্ট থেকে মুক্তির জন্য চন্দ্রকান্ত তাঁর প্রিয় কলের গানেকে তার বন্ধু আখীশের বাড়িতে নিয়ে যায়, যিনি একজন জমিরদার পরিবার থেকে এসেছেন এবং সেখানেই বসবাস শুরু করছেন। হঠাৎ একদিন এন্টিকের ডিলার মিঃ গোমস চন্দ্রকান্তের বাড়িতে আসেন এবং পরিবারকে মূল্যবান গ্রামীণফোনের জন্য একটি ভাল দাম উপহার দেন। চন্দ্রকান্তের বাড়ি ফিরে আসার জন্য লোভের বাইরে কোন পাথর নেই, এবং যত তাড়াতাড়ি সে সঠিক সুযোগ পেয়েছে, তিনি গ্রামোফোনকে এন্টিকের ডিলারের কাছে বিক্রি করেছেন। যদিও তার স্বামী হৃদয় থেকে কাজটি সমর্থন করে না কিন্তু তার স্ত্রী এর অনুস্মারক দিতে। এই ফলে চন্দ্রকান্তের মারাত্মক হার্ট অ্যাটাক হয়, পরবর্তীকালে তিনি মারাও যান।  চলচিত্রটি নিয়ে কি বলছেন অভিনেতা অভিনেত্রীরা দেখে নিন - 

চিত্র গ্রাহক ঃ পার্থ পাল


           

No comments:

Post a Comment