ইন্দ্রশ্রীর প্রয়াসে ধ্রুভাম আই.সি.সি.আর. এ - Songoti

ইন্দ্রশ্রীর প্রয়াসে ধ্রুভাম আই.সি.সি.আর. এ

Share This

বার্তা প্রতিবেদন, কলকাতাঃ  ইন্দ্রশ্রী একটি সদ্যজাত সংস্থা, যার মূল উদ্দশ্য নারী জাগরন। সমাজের বিভিন্ন স্তরে এই বার্তা দিতেই মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান ধ্রুভাম এবং প্রদর্শনী আয়োজন করা হয়েছে আই.সি.সি.আর. এ। প্রদর্শনী চলবে ১৪ই এপ্রিল থেকে ১৮ই এপ্রিল অব্দি। তবে ধ্রুভাম হবে ১৫ ও ১৭ই এপ্রিল। ধ্রুভামে উপস্থিত থাকবেন অলকানন্দা রায় সহ অনেকেই। সাংস্কৃতিক অনুষ্ঠানের রইল এক ঝলক।।




No comments:

Post a Comment