নিজস্ব প্রতিবেদন, কলকাতা ঃ দেশ ও বিদেশে বহু সম্মানের ভূষিত হওয়ার পর ওড়িষি নৃত্যশিল্পী গুরু সঞ্চিতা ভট্টাচার্য পেতে চলেছেন মহরী অ্যাওয়ার্ড আগামী ১৯শে মার্চ ২০১৮। ভুবনেশ্বরের সবচেয়ে সম্মান জনক অ্যাওয়ার্ড এটি। বলায় অপেক্ষা রাখে না, অ্যাওয়ার্ডটি প্রতিটি ওড়িষি নৃত্যশিল্পী এক অনন্য স্বপ্ন। সঙ্গতির পক্ষ থেকে রইল শুভেচ্ছা।।
গুরু সঞ্চিতা ভট্টাচার্য |
No comments:
Post a Comment