shoppers stop 51% offer |
নিজস্ব প্রতিবেদন, কলকাতা : দেশী ও বিদেশী জীবন ধারন করতে সকলেই আগ্রহী। আর সামনেই যখন বর্ষবরন ও বর্ষবিদায়, তারই উপলক্ষ্যে দেশীয় এবং আন্তর্জাতিক ব্রান্ডে ছাড় পত্র পাওয়া যাচ্ছে।।
কোথায় পাওয়া যাবে ?
~ সোপার স্টপের সব কটি ডিপার্টমেন্টাল স্টোরে।।
~ সোপার স্টপের সব কটি ডিপার্টমেন্টাল স্টোরে।।
কত শতাংশ ছাড়/অফার?
~ পুরো ৫১ শতাংশ পর্যন্ত
~ পুরো ৫১ শতাংশ পর্যন্ত
কতদিন পর্যন্ত অফার চলবে?
~ নির্ধারিত সময় ঠিক হয়নি। তবে এখনো চলছে।।
~ নির্ধারিত সময় ঠিক হয়নি। তবে এখনো চলছে।।
No comments:
Post a Comment