নিজস্ব প্রতিবেদন, কলকাতা : ফেস্টিভ সিজিন চলছে। অতনু ঘোষের ময়ূরাক্ষী বাঙালির হারিয়ে যাওয়া অনুভূতিকে ফিরিয়ে দিয়েছেন অন্যদিকে সেনকো গোল্ড তাদের নতুন ময়ূরাক্ষী কালেকশন লঞ্চ করেছেন সাধারণের জন্য। সেনকো গোল্ডের কর্নধার সহ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ময়ূরাক্ষীর আর্যনীল, ওরফে প্রসেনজিৎ চ্যাটার্জী।।
চিত্র সৌজন্য : সেনকো গোল্ডের ফেসবুক পেজ
No comments:
Post a Comment