আশিয়ানার সঙ্গে খ্রীষ্টমাসের আনন্দে মাতলেন আমি জয় চ‍্যাটার্জীর টিম - Songoti

আশিয়ানার সঙ্গে খ্রীষ্টমাসের আনন্দে মাতলেন আমি জয় চ‍্যাটার্জীর টিম

Share This
নিজস্ব প্রতিবেদন, কলকাতা : খ্রীষ্টমাস দোরগোড়ায়। অন‍্যরকমভাবে খ্রীষ্টমাস পালন করার জন‍্য আশিয়ানা অনাথ আশ্রমের সঙ্গে উপস্থিত ছিলেন আমি জয় চ‍্যাটার্জী সিনেমার অভিনেতা আবীর চ‍্যাটার্জী, ডিরেক্টর মনোজ মিচিগান, মিউজিক ডিরেক্টর রাজা নারায়ন দেব ও  প্রযোজক শীভাঙ্গী চৌধুরী। বাংলায় স্বাধীন প্রযোজক হিসেবে শীভাঙ্গী চৌধুরীর প্রথম কাজ। এক‌ই দিনে হয়ে গেল সিনেমাটির মিউজিক লঞ্চ‍। সদ‍্যমাত্র আমি জয় চ‍্যাটার্জী সিনেমাটি সম্মানিত হয়েছে সুদূর আমেরিকার ইন্ডিফেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডে। তাছাড়াও সিনেমাটি মুক্তি পেতে চলেছে ১২ই জানুয়ারি ২০১৮য়। সিনেমাটি জয় চ‍্যাটার্জী নামক ব‍্যক্তির জীবন কেন্দ্রিক হলেও কিছু অংশে থাকবে আশিয়ানার শিশুদের অভিনয়‌ও, যা গল্পের ক্লাইম‍্যাক্স পর্যন্ত থাকবে জানিয়েছেন প্রযোজক শীভাঙ্গী চৌধুরী। গান থাকবে তিনটি যার একটিতে থাকবে স্বয়ং মিউজিক ডিরেক্টর রাজা নারায়ন দেবের স্বকন্ঠিত গান। এবার আসা যাক মূল চরিত্রে সাধারণত জয় চ‍্যাটার্জীর ভূমিকায় পাওয়া যাবে আবীর চ‍্যাটার্জীকে ও অদিতি (জয় চ‍্যাটার্জীর প্রেমিকা) চরিত্র দেখা যাবে জয়া আহসানকে। তবে কৌশিক গাঙ্গুলীর বিসর্জনের নাসির ও পদ্মা'র থেকে সম্পুর্ন আলাদা ভাবে লক্ষ্য করবে দর্শক এই দাবি অভিনেতা আবীর চ‍্যাটার্জী'র ।।


1 comment:

  1. Abir go ahead ur a real hero...
    Ur many more film character r too good....👌with my heartiest wishes..

    ReplyDelete