ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভেল অফ ইন্ডিয়া'য় এবার "ব্রহ্মা জানেন গোপন কম্মটি" - Songoti

ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভেল অফ ইন্ডিয়া'য় এবার "ব্রহ্মা জানেন গোপন কম্মটি"

Share This

পায়েল পাল, কলকাতাঃ পৌরহিত্যে নারীর অধিকার, আজ বিশ শতক পেরিয়ে যাওয়ার পরও তা খানিকটা অপ্রচলিত। সামাজের এই অপ্রচলিত অধিকারকে তুলে ধরে এই সালের নারী দিবসে মুক্তি পেয়েছিল উইন্ডোজ প্রোডাকশন পরিচালিত "ব্রহ্মা জানেন গোপন কম্মটি"। তারপর করোনা মহামারীর 

জন্য বিপুল সারা প্রাপ্ত সিনেমা বন্ধ করতেই হয় জন সচেতনতার জন্য। তবে দীর্ঘ লকডাউনের পর আবারও দর্শকের মনে দাগ কেটেছে "ব্রহ্মা জানেন গোপন কম্মটি"। অভিনয়ে মূল চরিত্রে ছিলেন ঋতাভরী ও সোহম। সমাজ পরিবর্তনের এই সিনেমা এবার স্থান পেল ইন্টারন্যাশনাল ফ্লিম ফেস্টিভেল 

অফ ইন্ডিয়া'র ইন্ডিয়ান প্যানোরমা তে। আন্তর্জাতিক ফেস্টিভেল - এ "ব্রহ্মা জানেন গোপন কম্মটি" যাওয়ায় ছবির পরিচালক অরিত্র জানিয়েছেন " My first film Brahma Janen Gopon Kommoti has been selected in the prestigious Indian Panorama of IFFI,Goa. When I started dreaming of making my first film,I was inspired and motivated by my mentors Nandita Roy  and Shiboprosad Mukherjee.  I am really grateful to my entire team of cast and crew without whom this would not have been possible. Thank you for believing in the film and trusting a new director." এছাড়াও উইন্ডোজ প্রোডাকশন হাউসের প্রযোজক নন্দিতা রায় বলেছেন "My heart fills with pride that my young team of Windows has made it to the Indian Panaroma. It is a great achievement for them as well as for Windows."

No comments:

Post a Comment