সেই ভোর || কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান (চট্টগ্রাম,, বাংলাদেশ) || সাহিত্যগ্রাফি - Songoti

সেই ভোর || কাজী মুহাম্মাদ রাকিবুল হাসান (চট্টগ্রাম,, বাংলাদেশ) || সাহিত্যগ্রাফি

Share This

উষ্টাময় আড়ষ্ট নষ্ট জীবন, কষ্ট যেথা হৃষ্টপুষ্ট
থিতুময় ঋতুহীন, থুথুময় সঙ্গীন, কটুময় যতিহীন,
অমানিশার ঘোরে,আশার তোড়ে,মম ভাসি বিভোরে-
তবুও স্নিগ্ধময় সময়,ঋদ্ধময় অভয়,অনিরুদ্ধ অয়োময়,
সাহসে বলীয়ান, সুহাসে মহীয়ান,সকাশে অফুরান।

পলে পলে, তলে তলে, সুযোগে, যোগে-যোগে
সঞ্চিত প্রেরণা,সিঞ্চিত মোহনা, রঞ্জিত বাসনা।
মৃত্যু আমৃত্যু ক্ষয়-লয়,তেজহীন তেজপাতা, লেজকাটা
নেত্র বিস্ফোরিত, ক্ষেত্র প্রসারিত, সূত্র আহরিত।
পত্র পল্লবিত, পুষ্প প্রস্ফুটিত, অলি মুখরিত
পাশে পাশে, অবকাশে,বিকাশে, নিকাশে।
সুরে- সুরে,বেসুরে,শিয়রে,শিউরে, সায়রে, 
ক্রমে-ক্রমে,অতিক্রমে,মর্মে মর্মে, পরমে,চরমে।

অযুত নন্দে,নিযুত ছন্দে, রন্ধ্রে রন্ধ্রে, মন্থরে মন্থরে,
গুনগুন গুণেগুণে, বহুগুণে, ঘন গুণাগুণে
প্রাণভরে, মনজুড়ে, তেড়েফুঁড়ে, উড়ে উড়ে-
আকাশে বাতাসে, রসে রসে, হর্ষ অভিলাষে
চুপ করে, টুপ করে, খেঁচে খেঁচে, সেঁচে সেঁচে
ঘেমে ঘেমে জবজবে,থকথকে,চকচকে
হৃদ্যময়,রূদ্ধময়,সিদ্ধময়,শুদ্ধময়, শ্রান্তময়
শপথ করে, সুপথ গড়ে, তাবৎ বিপদ মুড়ে
নিজে নিজে,খুঁজে খুঁজে, বুঝে বুঝে,যুঝে যুঝে
পাই মোর সেই ভোর, নিশ্চয় বিনিশ্চয় অঘোরে বেঘোর।

No comments:

Post a Comment