"হামি"র সাথে সান্তাক্লস প্রসেনজিত - Songoti

"হামি"র সাথে সান্তাক্লস প্রসেনজিত

Share This


নিজস্ব প্রতিবেদন,কলকাতাঃ লাল্টু মিতালী কিংবা ভুটু চিনিকে মিস করছেন নাকি? ২০১৮ পর তো দেখা হয় নি তাই না!! তাই মিস করাটা স্বাভাবিক। তাই ভুটু চিনির হামি যাতে আবার পান তাই প্রযোজক ডিরেক্টর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 






উইন্ডোজ প্রোডাকশন হাউস প্রযোজনা সংস্থা আনছে হামি ফিল্মস।  হামি'র সাফল্যের পরে উইন্ডোজের নতুন শাখা হামি ফিল্মস। ২০১৪ সালে রামধনু এবং ২০১৮'র হামি এই দুটি কেবল সফল উইন্ডোজ প্রোডাকশনের শিশু চলচ্চিত্র। তবে ২০১৮ হামি সাফল্য সর্বাধিক সে শিশু অভিনয় থেকে শিশু কন্ঠ সবদিক থেকেই। তাই উইন্ডোজের প্রযোজনা সংস্থার শাখা  হামি ফিল্মস এমনটাই জানালেন প্রযোজক সংস্থার প্রযোজকেরা এবং জানান কেবল শিশু চলচ্চিত্রই প্রযোজনা করবে এই শাখা। শুধু তাই নয় হামি ফিল্মসের ঘোষোনা'র দিন উইন্ডোজ জানায় হামি ফিল্মস আনছে দুটি শিশু চলচ্চিত্র ১। জুনিয়র পণ্ডিত 



২। জুনিয়র কমরেড। লাল্টু মিতালী'র ভূমিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী ছাড়াও অভিনয়ে দেখতে পাওয়া যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় সহ অনেক মুখকেই। জুনিয়র পন্ডিত প্রকাশিত হবে ২০২০ সালে এবং জুনিয়র কমরেড 




প্রকাশিত হবে ২০২১ সালে। উইন্ডোজের এই ঘোষনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উইন্ডোজের কর্নধার শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, প্রসেনজিত চট্টোপাধ্যায়, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, শিশু শিল্পী ব্রত তিয়াসা সহ অনেকে। সবথেকে মজার ব্যাপার হল যে, ঘোষণার দিন সান্তাক্লজ়ের বেশে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি।

No comments:

Post a Comment